সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ার কালিয়ান বিলে প্রশাসনের অভিযান,৪ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চিরাং ইউনিয়নের কালিয়ান বিলে অবৈধ মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ,অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ান বিলে অভিযান চালিয়ে ৬০টি চায়না দুয়ারী জাল, ৩টি কারেন্ট জাল এবং ১টি খড়া জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা।অভিযান শেষে এসব অবৈধ জাল সেখানেই পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

তিনি আরও জানান, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জালের বিরুদ্ধে অভিযান স্থানীয় জেলেদের মধ্যেও সচেতনতা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *