সর্বশেষ
15 Nov 2025, Sat

পূর্ব বিরোধের জেরে নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

ডেস্ক রিপোর্টঃ

পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর গ্রামে।এতে উভয় পক্ষের নারী সহ ছয়জন আহত হয়েছে।এদের মধ্যে গুরুতর আহত ফুল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন, তার স্ত্রী আহত আকলিমা স্বামীর সঙ্গে ময়মনসিংহ চিকিৎসা নিচ্ছেন।অপরপক্ষের চার(৪) জন নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় আহত ফুল মিয়ার পিতা আবুল বাশার বাদি হয়ে দশ জনের নাম উল্লেখ করে নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগপত্র ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বিগত ৯ জুন ২০২৫ সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে বেড়া দিতে যায় ফুলমিয়া ও তার ভাইয়েরা।এসময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ফুলমিয়া সহ উভয়পক্ষের নারী সহ ৬ জন আহত হয়।

পরে চিকিৎসার জন্য ফুলমিয়া নেত্রকোণা সদর হাসপাতালে যাওয়ার পথে নোয়াপাড়া ব্রিজে পৌছালে অভিযুক্ত রিয়াজ, সাখাওয়াত সহ অন্যান্যরা পুনরায় হামলা করলে গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করে।

এ বিষয়ে  আহত ফুলমিয়ার বাবা আবুল বাশার জানান, গোরস্থানে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্তরা হামলা চালিয়ে আহত করেছে।আমি আমার ছেলের উপর হামলার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছি। 

এ বিষয়ে অভিযুক্ত সোনামিয়া বলেন, মারামারির সময় আমি বাড়িতে ছিলাম না। ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে খবর পাই যে বাড়িতে মারামারি হয়েছে।বাড়িতে এসে দেখি নারী সহ চারজনকে আবুল বাশারের লোকজন আহত করে ফেলে রেখেছে। আমি তাদের নিয়ে নেত্রকোনা সদর হাসপাতালে যাই চিকিৎসার জন্য। জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল বাশারের লোকজন বারবার আমাদের উপর হামলা করছে।এবারও আমাদের গোরস্থানে বেড়া দিতে আসলে আমরা বাঁধা দিলে ওরা আমাদের লোকজনকে আহত করে।মদিনা নামে একজনের অবস্থা খুবই খারাপ। তাকে ময়মনসিংহ নিয়ে যেতে হবে।আমরা এই ঘটানার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ মুঠোফোনে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *