সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু

মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে পৃথক তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল ৩টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকার মতির মোড়ে। রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় হোসেন (৭) নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত হোসেন কেন্দুয়ার নাওপাড়া ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে।

এর অল্প কিছুক্ষণ পর, বিকেল ৩টা ৩০ মিনিটে কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে পুকুরে ডুবে মারা যায় মাহাদি (২৮ মাস)। শিশু মাহাদি মদন উপজেলার বাসরী গ্রামের শামীম মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দাদাবাড়িতে বেড়াতে গিয়ে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় মাহাদি। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেষ দুর্ঘটনাটি ঘটে রাত ৯টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাস্কা সোয়েটার ফ্যাক্টরির সামনে। মিন্টু মিয়া (৫০) নামে এক নিরাপত্তাকর্মী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও মাস্কা গার্মেন্টসের নিরাপত্তাকর্মী ছিলেন।

কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা (আইও) ওমর কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *