সর্বশেষ
15 Nov 2025, Sat

মদনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চালককে জরিমানা

মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ

ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে নেত্রকোনার মদন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার(১১ জুন) দুপুরে মদন পৌরসভার বিভিন্ন জায়গায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

অভিযানের বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, ঈদ পরবর্তী দিন থেকে আমরা বিভিন্ন জায়গা, বাস কাউন্টার, সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছিলাম।তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জন গাড়ি চালককে
আলাদা ৩ টি মামলায় ৩৫০০টাকা জরিমানা করা হয়েছে।

এই সময় তিনি আরো জানান, পরবর্তীতে যদি তারা একই অপরাধে দোষী সাব্যস্ত হয়,তাহলে তাদেরকে গুরুদন্ড প্রদান করা হবে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *