
মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে নেত্রকোনার মদন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে।
বুধবার(১১ জুন) দুপুরে মদন পৌরসভার বিভিন্ন জায়গায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
অভিযানের বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, ঈদ পরবর্তী দিন থেকে আমরা বিভিন্ন জায়গা, বাস কাউন্টার, সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছিলাম।তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জন গাড়ি চালককে
আলাদা ৩ টি মামলায় ৩৫০০টাকা জরিমানা করা হয়েছে।
এই সময় তিনি আরো জানান, পরবর্তীতে যদি তারা একই অপরাধে দোষী সাব্যস্ত হয়,তাহলে তাদেরকে গুরুদন্ড প্রদান করা হবে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
