
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০/১৫ জন।
বুধবার (১১জুন) বিকালে দিগদাইর গ্রামের আরিকুলের সাথে আব্দুল হামিদের বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
জানা যায়, ঘটনার দিন আরিকুলের চাচাতো ভাই রোমন সুতলি দিয়ে বাড়ির সীমানা মাপঝুক শুরু করলে উত্তেজনা চরমে পৌঁছে।পরে আত্মীয়তার সূত্রে উভয় পক্ষের সাথে যোগ দেয় পূর্ব পাড়ার অনেকে।ফলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দু’পক্ষের মারামারিতে ১০/১৫জন আহত হয় বলে জানায় স্থানীয় লোকজন।
এছাড়াও সরেজমিনে দেখা যায়, উভয় পক্ষের বাড়ি ঘরে কিছু হামলা ও ভাংচুর হয়েছে।
আহতদের মধ্যে আরিকুলের পক্ষে রয়েছেন কাজী আঃ হক, আব্দুল্লাহ, মুরসালিন, মোস্তাকিম, জাকির, সজল, অন্যদিকে হামিদের পক্ষের আহত হয়েছেন শুভ, খোকন, স্বপন, মঞ্জুরুল, বাবুল, সানোয়ার।
হামিদের পুত্রবধু নুরুন্নাহার বলেন, দীর্ঘদিন যাবত এই সমস্যা।আরিকুল ও রোমনরা খুবই উগ্র।তারা আমাদের ঘরে এসে আক্রমণ করে ও ভাংচুর করে।
অন্যদিকে আরিকুলের বয়োঃবৃদ্ধ চাচী(রোমনের মা)বলেন,আমরা নিরীহ মানুষ।দেখেন,আমাদের ঘর দোর,আলমারি ভেঙে কী করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।তিনি আরো বলেন, কতজন আহত হয়েছে এ মূহুর্তে কিছু বলতে পারছি না এবং কাউকে গ্রেফতার বা আটক করা হয় নি।
