
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে আনিসুল হক নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে ।
মঙ্গলবার (১০জুন) নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে গান গাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, মারামারি এবং এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা যায় প্রাথমিকভাবে।
তবে এও জানা গেছে যে,এই গ্রামের সাইদুর রহমান ও সিদ্দিকুর রহমানের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে পুরোনো শত্রুতা ছিলো। ঘটনার দিন বিকালে শত্রু পক্ষের বাড়ির সামনে দিয়ে গলা ছেড়ে গান (অশ্লীল) গেয়ে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান গংরা। এতে প্রথমে কথা কাটাকাটি, পরে দু’পক্ষের সংঘর্ষে সাইদুর রহমানের ছোট ভাই আনিসুল হককে গুরতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ সারোয়ার জাহান কাওছার মুঠোফোনে বলেন, শুনেছি গান গাওয়াকে কেন্দ্র করে মারামারি ও নিহতের ঘটনা ঘটে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও গিয়েছিলাম। খুবই দুঃখজনক ঘটনা ।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)ওমর কাইয়ুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান,লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
