
মদন(নেত্রকোণা),প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মদন পৌরসভার সুবিধা বঞ্চিত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে।
রোববার (৮ জুন) সকালে মদন প্রেসক্লাব মিলনায়তনে “দা লাইট”-এর অর্থায়নে ও মাদানী পাঠাগার-এর ব্যবস্থাপনায় ৭০- ৮০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়।
মদন উপজেলা প্রেসক্লাবের বাস্তবায়নে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মদন প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম আল-আমিন,উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের উপদেষ্টা ও মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অহিদুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,সম্মানিত সদস্য,মোঃ মোশাররফ হোসেন বাবুল,ফয়েজ আহম্মদ,নিজাম উদ্দিন তালুকদার,আলী আজগর পনির,জাকির আহম্মদ,ইমরান হোসেন ও মাদানী পাঠাগার সভাপতি আরমান বিন মকবুল।
