সর্বশেষ
15 Nov 2025, Sat

মদন প্রেসক্লাবে সুবিধা বঞ্চিত মানুষের জন্য গোশত বিতরণ

মদন(নেত্রকোণা),প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মদন পৌরসভার সুবিধা বঞ্চিত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে।

রোববার (৮ জুন) সকালে মদন প্রেসক্লাব মিলনায়তনে “দা লাইট”-এর অর্থায়নে ও মাদানী পাঠাগার-এর ব্যবস্থাপনায় ৭০- ৮০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়।

মদন উপজেলা প্রেসক্লাবের বাস্তবায়নে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মদন প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম আল-আমিন,উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের উপদেষ্টা ও মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অহিদুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,সম্মানিত সদস্য,মোঃ মোশাররফ হোসেন বাবুল,ফয়েজ আহম্মদ,নিজাম উদ্দিন তালুকদার,আলী আজগর পনির,জাকির আহম্মদ,ইমরান হোসেন ও মাদানী পাঠাগার সভাপতি আরমান বিন মকবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *