
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে ২৫০টি হাঁস মেরে ফেলায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৭জুন) সন্ধ্যায় কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মধ্যপাড়ার হাঁস খামারি মোঃ সিরাজ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ মারফত জানা যায়,গত ১জুন বাদী সিরাজের নাতীর সাথে বিবাদীদের বাচ্চার ঝগড়া হয়।পরে তাদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।ফলে পূর্ব শত্রুতা বশত শনিবার (৭জুন) দুপুর ১ঘটিকায় পবিত্র ঈদুল আজহার দিন পরিকল্পিত ভাবে শলাপরামর্শ ক্রমে চরম ক্ষতি সাধন করার উদ্দেশ্যে ধানের সাথে বিষ প্রয়োগে খামারে থাকা হাঁস মেরে ফেলে। এরপর বিবাদীরা পাটক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি ও তার পুত্র দেখতে পায়।এতে খামারির প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়। উল্লেখ্য,খামারটি তার বাড়ি থেকে প্রায় ১কি.মি. দুরে তেতুলিয়া কবর স্থানের পাশে ।
ভুক্তভোগী মোঃ সিরাজ মিয়া(৬০) বলেন, আমি এই হাঁসের খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি এবং ৩০/৩৫ বছর যাবত আমি হাঁস পালনের সাথে জড়িত।তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আরো বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করছি ।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি । তিনি আরো জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
