
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলায় গণঅধিকার পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) জেলা কমিটি কর্তৃক মোঃ খায়রুল ইসলামকে আহ্বায়ক ও উমর ফারুক রবিনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয় ।
জানা যায়, আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম ও সদস্য সচিব উমর ফারুক রবিন দুইজনেই কেন্দুয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা।
উল্লেখ্য,উক্ত নবগঠিত কমিটি প্রকাশ হওয়ার পরপরই কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ সকলেই বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রূহির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । অন্যদিকে উক্ত কমিটিকে তার উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবগঠিত কমিটি সম্পর্কে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রূহি বলেন, নেত্রকোণা জেলার মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সুতরাং এই কমিটির দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্ব বহন করে। আশা করি, তারা তাদের কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে।
