সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলায় গণঅধিকার পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) জেলা কমিটি কর্তৃক মোঃ খায়রুল ইসলামকে আহ্বায়ক ও উমর ফারুক রবিনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয় ।

জানা যায়, আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম ও সদস্য সচিব উমর ফারুক রবিন দুইজনেই কেন্দুয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা।

উল্লেখ্য,উক্ত নবগঠিত কমিটি প্রকাশ হওয়ার পরপরই কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ সকলেই বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রূহির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । অন্যদিকে উক্ত কমিটিকে তার উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নবগঠিত কমিটি সম্পর্কে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রূহি বলেন, নেত্রকোণা জেলার মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সুতরাং এই কমিটির দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্ব বহন করে। আশা করি, তারা তাদের কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *