সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় ঘন ঘন লোডশেডিং,জনজীবন বিপর্যস্ত

মাজহারুল ইসলাম (উজ্জ্বল) কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সাধারণ জনজীবন। বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে কষ্ট পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ক্ষোভের ঝাড়। তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন।

লাগামহীন লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছেন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিদ্যুতের উপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বিদ্যুতের উপর নির্ভরশীল গৃহস্থালী কাজে ব্যাঘাত ঘটায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। প্রায় সকল এলাকায় রাতে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। তা ছাড়া প্রতি মাসেই অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। যার ফলে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও গ্রাহকরা বিরক্তি প্রকাশ করছেন। বিদ্যুতের ‘ভেলকিবাজি’তে অতিষ্ঠ গ্রাহকদের মধ্যে সামর্থ্যবানরা ঝুঁকছেন তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ তথা আইপিএসের দিকে। তবে রুটিন মেনে চলা লোডশেডিংয়ে আইপিএসের ব্যাটারি চার্জ করা নিয়েও সংশয়ে পড়েছেন তারা।এদিকে গ্রামের কৃষকরা তাদের সংসার চালাতে হিমসিম খাচ্ছে। তার উপর প্রতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। সারাদিন তীব্র রোদে কাজ করে এসে একটু শান্তিতে বসে দু-মুঠো ভাত খাবে তাও হচ্ছে না বিদ্যুতের লোড শেডিং এর কারণে। গ্রামের কৃষকদের আইপিএস কিনার সামর্থ্য নাই। তাই রাতের বেলায় আগেকার দিনের হাত পাখার উপর আবারও সাধারণ গ্রাহকরা নির্ভরশীল হয়ে পড়ছেন।

ভুক্তভোগী এক গ্রাহক জানান, আমার একটি গরুর ফার্ম রয়েছে। সেখানে বিদেশী জাতের গরু পালন করি। সব সময় ফার্মে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করতে হয়। ১০মিনিট বিদ্যুৎ না থাকলেই গরুগুলো গরমে অসুস্থ্য হয়ে যায়। এখন বিদ্যুতের যে অবস্থা ঘন ঘন লোড শেডিং। প্রতিদিন অল্প সময়ের জন্য বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু প্রতি মাসে বিদ্যুৎ বিল আসছে দ্বিগুণ। বিল নিয়ে অফিসে গেলে বলে সংশোধন করে দিচ্ছি। এখন কথা হল আমি ফার্মে ব্যস্ত থাকি আমার মত বহু গ্রাহক আছেন। তারা বাধ্য হয়ে অতিরিক্ত বিল করছেন। আমরা কত বার যাব বিল নিয়ে অফিসে। বার বার অফিসে বলার পরেও কোন কাজে আসছে না। এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা এবং ভুতুরে বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন গ্রাহকরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুতের অতিরিক্ত বিদ্যুৎ বিল ও তীব্র গরমে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া নিয়ে ট্রল শুরু হয়েছে। বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ পোস্ট করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে বিভিন্ন ইউনিয়নের ব্যবসায়ীরা বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট থাকে না। মাঝে মাঝে টানা ৬ ঘণ্টাও লোডশেডিং চলে। দোকানে বসে কাজ করা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ব্যবসায় লালবাতি জ্বলবে’।

সচেতন মহলের অনেকেই বলেন, মিটার রিডাররা মিটার দেখে কাগজে স্বাক্ষর দিয়ে যাবেন এবং গ্রাহকরা মিটার রিডারার রিডিং সহ স্বাক্ষর রাখবেন। এতে করে গ্রাহক তার বিদ্যুতের ব্যবহারের পরিমাণ জানতে পারেন। তাহলে ভুতুরে বিল আসার কোন সম্ভবনা থাকবে না এবং গ্রাহকদের কোন অভিযোগও থাকবে না। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে এ প্রথা চালু করার দাবি জানানো যেতে পারে।

অপর একজন ভুক্তভোগী জানান, পল্লী বিদ্যুতের দায়সারা কারবার। আন্দাজি (ভুতুরে) বিদ্যুৎ বিল দিতে দিতে জীবন শেষ।

নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জেনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) প্রকৌশলী মোঃ ওমর ফারুক জানান,কেন্দুয়া উপজেলায় বিদ্যুতের চাহিদা ২১ মেগাওয়াট। প্রায় ৯১ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এ চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ থেকে ১১ মেগাওয়াট। আমরাও চাহিদার চেয়ে সরবরাহ খুব কম পাচ্ছি। ফলে ঘাটতি পূরণে লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি উন্নতির বিষয়ে তিনি বলেন,বন্ধ পাওয়ার জেনারেশন চালু হলে লোড শেডিং কমবে। এ বিষয়ে উৎপাদন সংশ্লিষ্টরা বলতে পারবেন বলে জানান তিনি।বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,প্রায় ৮ হাজার মিটার নষ্ট থাকায় গড়বিল করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *