সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় বিশেষ ক্ষমতা আইনে মামলা

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১৯৬ জনের নামোল্লেখ করতঃ অজ্ঞাত ২৫০/৩০০জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

সোমবার (২৬ মে) প্রথম প্রহরে মোজাফরপুর ইউনিয়নের তবিয়ারগাতী গ্রামের মৃত আব্দুল সাহেদের ছেলে মোঃ সবুজ মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন ।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব ঘোষিত বিএনপির দলীয় কর্মসূচি পন্ড করার লক্ষে বিগত ২০২৪ সালের ৪ আগস্ট কেন্দুয়া পৌরসভাস্থ চিরাং মোড় হতে খেলার মাঠের পাশে ট্যাম্পু সিএনজি স্ট্যান্ড হতে সাউদপাড়া মোড় হয়ে বাদে আঠারবাড়ী পর্যন্ত কেন্দুয়া-মদন পাকা রাস্তার উপর মারাত্মক অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করতঃ টেম্পু, সিএনজি, ট্রাক, দোকানপাট
ভাংচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করে অন্তর্ঘাত মূলক ঘটনা ঘটায় এবং যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে । এতে ক্ষয়ক্ষতি হয় ৩০/৪০ লক্ষ টাকা ।

এ বিষয়টির ব্যাপারে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে ।

উল্লখ্য ১নং আসামি কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা এবং ২নং আসামি এমএন জাহাঙ্গীর চৌধুরীর হুকুমে ১-১৯৬ নং আসামিরা উপরোক্ত কর্মকাণ্ড সংঘটিত করে বলে মামলায় উল্লেখ করা হয়,মামলা নং ২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *