সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি; মিশ্র প্রতিক্রিয়া

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

সারাদেশের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সাথে একাত্ম ঘোষণা করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালনে দেখা গেছে মিশ্রপ্রতিক্রিয়া ।

সোমবার (২৬ মে) দুপুরে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের সাথে যোগাযোগ করলে, ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক । তবে অনেকে দৃশ্যমান কোন কর্মসূচি পালন না করলেও মৌন সমর্থন জানিয়েছেন, অনেকে আবার পালন করেন নি এবং কোথাও পালিত হয়ে থাকলে তা বিচ্ছিন্ন ঘটনা বা কর্মসূচি বলেও দাবি করেছেন ।

তবে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের যৌক্তিক দাবি আদায়ে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন বলে জানা গেছে সোস্যাল মিডিয়া ও বিশ্বস্ত সূত্রে । তাদের মূল ৩টি দাবি হলো – সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেয়ার দাবি । এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষকরা। গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে, শেষপর্যায়ে আজ থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে গেছেন।

কর্মসূচি পালনকারী একজন সহকারী শিক্ষক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের উপর যাতে কোন প্রভাব না পড়ে সে বিষয়টি মাথায় রেখে এ কর্মসূচি পালন করেছি । অন্য একজন সহকারী শিক্ষক বলেন, আজ দৃশ্যমান কোন কর্মসূচি না থাকলেও পরবর্তীতে দৃশ্যমান হতে পারে । এ কর্মসূচিতে পূর্ণ সমর্থন আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক বলেন, আমার প্রতিষ্ঠানে দৃশ্যমান কিছু ছিলো না। তবে সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি সমর্থন করি। অন্য একজন শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক জানান,এটা সহকারী শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট । তবে আমার প্রতিষ্ঠানে এমন কর্মসূচি পালিত হয় নি। তিনি আরো বলেন, বিচ্ছিন্নভাবে হয়তো অনেকে পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *