
মাজহারুল ইসলাম(উজ্জ্বল) কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
“সোনালী জীবন সুখের জীবন” এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (২৬ মে) বেলা বারটার দিকে কেন্দুয়া কোর্ট রোডে অবস্থিত সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কেন্দুয়া জোনাল অফিসে এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সভায় কেন্দুয়া জোনের সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ ওবায়দুল ইসলাম খান ইমরানের সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার মোঃ নাজমুল হকের
পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফজলুল হক (এ জি এম) সোনালী লাইফ ইন্সুরেন্স,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযুদ্ধা ব্রজ গোপাল সরকার (ব্রাঞ্চ ম্যানেজার)নেত্রকোনা জোন,আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আলাউদ্দিন সোহেল (ব্রাঞ্চ ম্যানেজার)মেট্রো হেড অফিস।
এছাড়াও কেন্দুয়া শাখা কর্মকর্তা,কর্মীগন,গণমাধ্যম কর্মী সহ সোনালী লাইফ ইনসুরেন্স কেন্দুয়া শাখার সদস্য বৃন্দ শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উন্নয়ন সভায় কর্মীদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়।
