
মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে রবিবার(২৫ মে)বিকালে কেন্দুয়া ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা।বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।এ সময় ভূমি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম,কেন্দুয়া উপজেলা কৃষকদলের সভাপতি মহসিন খান,কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে কর্মরত তহশিলদার বৃন্দ উপস্থিত ছিলেন।
