
- মোজাহারুল ইসলাম চপল(প্রসূন কবি)
আমি তো পারি
চুপচাপ শব্দের ভিতর ঢুকে
একটি জলছবির ভেতর বিষাদ আঁকতে—
যেখানে সাইডুলি নেই, তবু আছে তার অস্তিত্ব,
যেন চেনা মুখের ধোঁয়াশা হাসি।
পারি
একটা দীর্ঘশ্বাসকে বাঁশির মতো বাজাতে—
নিরালায়,
যেখানে প্রেম মানে শব্দ নয়, বরং
একটা বিকেলের অস্পষ্ট আভা,
ছায়ার নিচে লুকানো অজানা মন খারাপ।
তবুও ভাবি,
এই জটিল অন্তঃপ্রবাহে কেমন করে ধরি
কুয়াশার ধ্রুপদী নিঃস্বরণ—
একটি নদীর ইতিহাসহীনতা,
যেখানে তরঙ্গে নেই কোনো সুর,
নেই গাঙচিল, নেই কাঁকড়া, নেই শালিক।
আছে শুধু—
ভাসা ভাসা সম্পর্কের ছায়া,
আর কিছু ব্যথাহীন কান্না,
তীব্র সাহসে উচ্চারণ না-করা নাম,
যাকে শুধু সাইডুলির জলে লেখা যায়,
তবু প্রতিবার ঢেউ এসে মুছে দেয়।
