
মোজাহারুল ইসলাম চপল(প্রসূন কবি)
অনেক তো হলো,
ফিরে চলি চলো—
মৃত্তিকার জঠরে।
একটু জিরোই
একাকি নিভৃতে
হিমশীতল ঘরে।
নিশব্দ বাতাসে,
ভেসে আসে ক্ষতবিক্ষত
স্মৃতির মুকুল।
ধূসর দিনগুলি,
রোদ্দুরের গভীরে চাপা
ব্যথার ফসিল।
বৃথা এই ভিড়েতে—
জীবনের উৎসবে
আমরা তো নেই।
হাসির আড়ালে
চেনা ক্লান্ত মুখ,
ভেঙে পড়ে চুপিচুপি ঢেউ।
চোখে চোখ রেখে
বলতে পারিনি যে কথা—
সেগুলো জমে আছে
দূর কোন গহীনে,
ভুলে যাওয়া চিঠির মতো
জীর্ণ এক খামে।
চলো ফিরে যাই
নিজের কাছেই,
যেখানে শব্দেরা
আবার জন্ম নেবে।
নতুন এক ছায়ায়
জন্ম হবে কবিতা,
সেই মৃত্তিকার জঠরে।
