সর্বশেষ
15 Nov 2025, Sat

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরেই মদনের সেই কাবিখা প্রকল্পের কাজ আবার শুরু

মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় “মদনে কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ”এমন শিরোনামে ‘নেত্র টুডে’ সহ কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রকল্প সভাপতি ইউপি সদস্য সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।গত সোমবার(১৯ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নোটিশ দেন ।

মঙ্গলবার(২০ মে)বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির।

এ ব্যাপারে প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা হুমায়ন কবির জানান, ‘নেত্র টুডে’ সহ কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পরেই ইউএনও স্যার প্রকল্পের সভাপতি সোহেল মিায়াকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন এবং প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।তিনি আরও বলেন, প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। প্রকল্পের সভাপতি কাজ শুরু করেছে।আশা করছি,দ্রুত কাজ সমাপ্ত হবে। তবে প্রকল্পের টাকা আত্মসাৎ করার কোন সুযোগ নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, কাবিখা প্রকল্পের আওতায় উপজেলার মাঘান ইউনিয়নের পদারকোনা বেড়িবাঁধ হতে আঃ শহিদের জমি পর্যন্ত রাস্তা পূর্ণ:নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ২০২৪-২৫ অর্থ বছরে ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ পায় । তবে এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ১০ হাজার টাকার নামে মাত্র কাজ করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠে।

এ নিয়ে ১৮ মে ‘নেত্র টুডে’ সহ কয়েকটি অনলাইন ও সংবাদপত্রে “কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরেই নেই মনিটরিং”এমন শিরোনামে সংবাদ প্রকাশ করলে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *