
- মোজাহারুল ইসলাম চপল(প্রসূন কবি)
চুপ করে থাকা শহরের দেয়ালে
রঙচটা পোস্টারে লেখা ছিল
একটা স্বপ্ন,
যেটা দেখলে চোখে রাখ পড়ে,
যেটা বললে জিভে উঠে লোহা।
লালচে সূর্যের নীচে কাঁপে
একটা ইস্তেহার—
না বলা কথা,
না শোনা সুর,
না দেখা মুক্তির রূপরেখা।
বলে না কেউ,
শোনে না কেউ,
তবু জানে সবাই—
কোথাও একটা আগুন ধিকি ধিকি জ্বলে।
নিষিদ্ধ সে বাক্য,
তবু হৃদয়জোড়া দেয়ালে এঁকে যায়
রক্তের রেখায়,
ভাঙা স্বপ্নের অক্ষরে—
“ভয় পেও না, বদল আসবেই!”
