সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে নিহত ১

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত জেরে ও গোয়ালের গরু ছেড়ে দেয়ায় সংঘর্ষে ১জন নিহত হয়েছে বলে জানা গেছে পারিবারিক ও স্থানীয় সূত্রে।

রবিবার (১৮ মে) দুপুরে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ও কালামের গোয়ালের গরু ছেড়ে দিলে ২নং ওয়ার্ডের আইথর গ্রামের মাইজপাড়ার মৃত খুরশিদ মিয়ার ছেলে হান্নানের খালাতো ভাই শাহ আলম ও মোঃ কালামের সাথে হান্নানের মামাতো ভাই কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের মোঃ আজিজুল হক, তার ভাইস্তা হীরন ও কিরনের মধ্যে গত শনিবার (১৭মে) আনুমানিক রাত আটটায় আইথর সেনবাড়ি মোড়ে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে ।

এতে গুরুতর আহত হয় মোঃ লাল মিয়ার ছেলে মোঃ কালাম ও শাহ আলম দুই ভাই । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোঃ কালামকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন এবং ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোঃ কালামের বড় ভাই মোঃ শাহ আলম বলেন, কি নিয়ে কি হলো আমি জানি না। মূল ঘটনা হান্নান ও আজিজুলের মধ্যে । তারা সম্পর্কে ফুফাতো – মামাতো ভাই । কিন্তু আজিজুল ও তার ভাইস্তারা আমাদের উপর আক্রমণ করে । এতে আমার ভাই কালাম গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করে ।

মোঃ হান্নান মিয়া বলেন, আমার সাথে আজিজুলের কবরের জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়েছিলো গতকাল। এছাড়া তেমন কিছু হয়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উক্ত ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের মাতম চলছে এবং এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *