মদন(নেত্রকোণা) প্রতিনিধি

মদন পৌরসভার বাড়ি ভাদেরা রোড়ে খাতুুনে জান্নাত বালিকা মডেল মাদ্রাসায় স্বর্ণপদক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।শনিবার (১৭ মে) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়,বাংলাদেশের”বেফাকুল মাদারিসিল কওমিয়া বোর্ডের অধীনে অনুষ্টিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায়”খাতুুনে জান্নাত বালিকা মডেল মাদ্রাসার ছাত্রীরা স্ট্যান্ড ও এ+ সহ মেধা তালিকায় অবদান রাখায় ছাত্রীদের পক্ষে অভিভাবকদের মাদ্রাসার পরিচালনা কমিটি স্বর্ণপদক প্রদান করেন। এ ছাড়াও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা উলামা দলের সভাপতি এম এ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসাইন, মৌওলানা এখলাছ উদ্দিন বাচ্চু, দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, মোঃ ইয়াছিন মিয়া,মদন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সাবেক সভাপতি আল- আমিন তালুকদার,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল,বিল্লাল হুজুর,মদন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, উপজেলা খালিয়াজুরী প্রকাশনাথ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোোঃ আমিনুল ইসলাম সহ উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক।
প্রতিষ্ঠানটি বিগত ২০২৩ সাল থেকে মদন পৌরসভায় সুন্দর মনোরম পরিবেশে পাঠ দান কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য,সুয়েল মিয়ার মেয়ে হাফিজা আক্তার ৪৩ তম,গোলাম রব্বানীর মেয়ে রুশদা আক্তার ৪৪ তম, দ্বীন ইসলামের মেয়ে মরিয়ম আক্তার ১০৬ তম মেধা তালিকায় স্থান পায়।
