সর্বশেষ
15 Nov 2025, Sat

৫ দফা দাবিতে নেত্রকোণায় “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম(৮ম পর্যায়)”প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম(৮ম পর্যায়)প্রকল্প” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫(পাঁচ) দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এই প্রকল্পে কর্মরত শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শনিবার (১৭ মে)সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জাতীয় ইমাম সমিতি নেত্রকোণা জেলা শাখার সভাপতি মাওলানা মো.আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য ও মডেল কেয়ারটেকার জহিরুল হক, মাস্টার ট্রেইনার রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাবিবুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন,’মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একটি জননন্দিত প্রকল্প। সারাদেশে প্রায় ৮০ হাজার শিক্ষা কেন্দ্রে ইমাম ও শিক্ষক নিয়ে বেশ সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।জাতীয় শিক্ষানীতির আলোকে প্রতি বছর প্রায় এক কোটির উপর শিশু ও কিশোর এখান থেকে শিক্ষা লাভ করছে।তবুও এই প্রকল্পের অধীনস্থ আমরা নানাবিধ বৈষম্যের শিকার।১৯৯৩ সাল থেকে চালু হওয়া এ প্রকল্প বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের ৭ম পর্যায় কার্যক্রম শেষ করেছে।আমরা ৮ম পর্যায়ের কার্যক্রম পাশের দ্রুত অনুমোদন চাই এবং ০১ জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন -ভাতা পবিত্র ঈদুল আযহার পূর্বেই আমাদেরকে প্রদান করার জন্য জোর দাবি জানাই।

এ বিষয়ে নেত্রকোণা’র জেলা প্রশাসক বনানী বিশ্বাস স্মারকলিপি গ্রহণ করে বলেন,”আপনাদের দাবিগুলো যৌক্তিক।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের যৌক্তিক দাবি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনায় আনবে।আমি আপনাদের আবেদন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আজই পৌঁছিয়ে দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *