সর্বশেষ
15 Nov 2025, Sat

আগুনের ভেতর জন্ম

  • মোজাহারুল ইসলাম চপল(প্রসূন কবি)

এখানেই দাঁড়াব আমি,
পেছনে ফিরবো না—
চারপাশে যদি জ্বলে ওঠে আগুন,
আকাশে যদি ওঠে কুচক্রী ধোঁয়ার ঢল!

এই মাটিতে স্বপ্ন খুন,
এই বাতাসে কান্নার গন্ধ—
তবু আমি বলি গর্বভরে—
এই মৃত্যু উপত্যকাই আমার জন্মভূমি!

ঘৃণা? বিদ্বেষ?
সে তো শুধুই ছায়ার খেলা।
আমি দেখি সেই আলো—
যে আলো কোনোদিন মরে না!

আমাকে হত্যা করা যাবে,
কিন্তু থামানো যাবে না আমার প্রতিবাদ,
আমার লড়াই—
যে লড়াই জন্ম নেয়
প্রতিটি অত্যাচারের গভীর গর্ভে।

এই দেশ পিছিয়ে? হ্যাঁ—
কারণ শাসকেরা জন্ম দেয় ভীরু ভবিষ্যৎ,
নেতারা গর্ব খোঁজে দাসত্বে,
বিবেককে রাখে বন্দি পকেটের নিচে!

তবু আমি মুখ ফিরাই না—
এই নোংরা সত্যই আমার উত্তরাধিকার।
আমি ধুয়ে ফেলবো একে—
রক্তে, ঘামে, বিদ্রোহে!

আমি পালাবো না!
পিছিয়ে যাওয়া মানেই
ইতিহাসের মুখে একদলা থুতু!
আমি দাঁড়াবো, আমি চিৎকার করবো—
এই দেশ আমার!

তুমি যদি চাও,
তবে ছুঁড়ো পেট্রোল, চালাও গুলি!
আমার শরীর ভস্ম হলেও
ভস্ম থেকেই জন্ম নেবে—
আরও এক “আমি”!
আরও এক “আমরা”!
যাদের কখনও দাবায়ে রাখা যায় না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *