সর্বশেষ
15 Nov 2025, Sat

জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যাচ্ছেন কেন্দুয়ার ইউএনও

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

জাপানের জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যাচ্ছেন নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলা মিডিয়া সেলে এক লিখিত বার্তায় উক্ত কনফারেন্সে বিশেষজ্ঞ হিসেবে জাপানের আমন্ত্রণে ওসাকা যাচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি।

ওসাকা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে তিনি তাঁর গবেষণা উপস্থাপন করবেন এবং জাপানের সম্পূর্ণ অর্থায়নে সফল এ গবেষককে আমন্ত্রণ জানানো হয়েছে মূলত বান্দরবান জেলার উপজাতি তরুণীদের পানির সংকটের সময় মাসিক চলাকালে তাদের পানির অভাব কিভাবে মাসিকজনিত পরিচ্ছন্নতায় ঘাটতি দেখা দেয় এবং এ সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির উপর ইউএনও ও কারিতাস বাংলাদেশ কর্তৃক পরিচালিত গবেষণা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে।এর আগেও তিনি গবেষণা ক্যারিয়ার জীবনে অস্ট্রেলিয়া , সুইডেন , ফিনল্যান্ড, তুরস্ক , ইন্ডিয়াসহ নানা দেশের আমন্ত্রণে দেশের বাইরে গিয়েছেন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও লেকচারার হিসেবে অংশ নিয়েছেন। উল্লেখ্য তিনি দেশের প্রখ্যাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকও।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, আগামীকাল ফ্লাইট । সকলের দোয়া প্রার্থী।আমি ইনশাল্লাহ ২৬ তারিখ (মে) ফিরবো৷ এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকবে ইউএনও, মদন।তিনি আরো জানান, আপনাদের কাছে উপজেলার ভালো-মন্দ রেখে যাচ্ছি। সবার সদয় সহযোগিতা কামনা করছি। সবাইকে মিস করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *