মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা’র মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত কৃষক লাহুত মিয়ার( ৪৫) মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চার(০৪)দিন চিকিৎসার পর তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিহতের চাচা গিয়াস উদ্দিন নিশ্চিত করেন।
গত রোববার উপজেলার বারবুড়ী গ্রামে গিয়াস উদ্দিন ও মানিক মিয়ার লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে লাহুত মিয়া গুরুতর আহত হন। ওই দিন মদন স্বাস্থ্য কমপ্লক্সে লাহুত মিয়াকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চার দিন, চিকিৎসার পর তিনি বুধবার দুপুরে মারা যান। এ ঘটনায় লাহুত মিয়াসহ উভয় পক্ষে ১২ জন আহত হয়েছিল।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন সংবাদ পেয়েই পুলিশের দুটি টিম এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে৷ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
