সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ার আলোচিত নূরু নিখোঁজ মামলার আরো এক (১) আসামী গ্রেফতার

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

বহুল আলোচিত নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলার নূরুল আমিন ওরফে নুরু নিখোঁজের ঘটনার আরো এক (১) অন্যতম আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।

গত সোমবার (১২ মে) প্রথমে নেত্রকোণা ডিবি পুলিশ নেত্রকোণার কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং পরে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা ।

গ্রেফতারকৃত সাইদুল ইসলাম কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে।

গত ১৭ মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটায় প্রতিবেশী সিদ্দিক মিয়ার ছেলে রবিকুল ইসলাম নূরুকে ডেকে নিয়ে যায় । এরপর থেকে আর নূরুর হদিস মেলে নি । এমন অভিযোগে ৮জনের নাম উল্লেখ করে ও ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয় । এর আগে থানায় একটি জিডি করা হলেও কোন অগ্রগতি না হওয়ায় গত ২১ মার্চ নূরুর স্ত্রী ডেইজি আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন । উক্ত মামলায় পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয় ।

এ বিষয়ে পেমই তদন্ত কেন্দ্রের এস আই ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শফিউল আলম মুঠোফোনে জানান, আসামী সাইদুলকে প্রথমে গ্রেফতার করে ডিবি এবং পরে আমাদের কাছে হস্তান্তর করেন তারা । তিনি আরো বলেন, আসামিদের মধ্যে আমরা ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং রফিকুল ও বাচ্চু কোর্টে হাজিরা দিয়ে জামিনে আছে । বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত ।

জানা যায়, স্থানীয়ভাবে বিবাদীদের সাথে পূর্ব শত্রুতা ছিলো এবং বর্তমানে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও নূরুর নিখোঁজের কোন সন্ধান না পাওয়ায় এলাকায় ভয়, ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *