কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা’র কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুজ্জামান এঁর ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শ্রীপুর থানা থেকে ।
সোমবার (১২ মে) গাজীপুরের শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্রে ।
জানা গেছে, তার বাড়ি নেত্রকোণার মদন উপজেলার নওগাঁ এলাকায় । নাম – কামরুল ইসলাম মুকুল । তিনি কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ার বর্তমান বাসিন্দা শিক্ষক মোঃ কামরুজ্জামান এঁর আপন ভাই । দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন বা অসুস্থ থাকা অবস্থায় প্রায়শই তিনি যেখানে সেখানে চলে যেতেন । সেবাশুশ্রূষা করার পরেও সুস্থতা ফিরে পাননি ।
শিক্ষক মোঃ কামরুজ্জামান এঁর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ভাই দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমি বাড়ি যাচ্ছি।লাশ নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে রওনা দিয়েছে।
এ বিষয়ে গাজীপুর এলাকাধীন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম মুঠোফোনে নিশ্চিত করেন, লাশ অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আত্মীয়দের হাতে বুঝিয়ে দেয় থানা পুলিশ।
