মদনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

মদন(নেত্রকোণা)প্রতিনিধিঃ
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা’র মদনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার(১০ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও অলিদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শফিউল ইসলাম লালনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,উপজেলা জামায়াতে নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাষ্টার),উপজেলা সহকারী শিক্ষা অফিসার তারিক সালাউদ্দিন,প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোজ্জামেল হক,প্রধান শিক্ষক মোমেনা আক্তার সাকি,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা রুবাইয়েত।
আলোচনা সভার পূর্বে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও হাতের লেখা সুন্দর প্রতিযোগিতা অনুষ্টিত হয়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
