
মদন(নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণা’র মদন উপজেলায় কাইটাইল ইউনিয়নে জয় পাশা শহীদ মফিজ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা-২০২৫ অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৪ টি, এ উপজেলায় একযোগে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। বুধবার (৭ মে) জয় পাশা শহীদ মফিজ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রায় ৯০ ভাগ কোমলমতি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শা-জাফরিন সুলতানা বলেন,আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিতি প্রায় ৯০ ভাগ।এখন বৈশাখ মাস, এ এলাকায় বোরো ধান কর্তণ নিয়ে অভিভাবক ( কৃষক) ব্যস্ত সময় পার করছে।তার পরও আমরা বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করছি।
এ বিষয়ে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তারিক সালাউদ্দিন বলেন,প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকদের নিদের্শনায় দেওয়া আছে, বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে শতভাগ উপস্থিত নিশ্চিত করার জন্য। মদন উপজেলায় ৯৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসাথে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে।
