সর্বশেষ
14 Nov 2025, Fri

জোবায়দা রহমানের ১৭ বছরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় রাখতে নেত্রকোনায় ১৭টি বৃক্ষ রোপণ

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় জেলা ছাত্রদলের আয়োজনে বৃক্ষ রোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপের উদ্যোগে নেত্রকোনা সদর উপজেলার জাহানারা বেগম মাদ্রাসায় মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বাদ আসর দোয়া প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মাদ্রাসা প্রাঙ্গনে ১৭ টি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হৃদয়,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনি,পৌর ছাত্রদলের সদস্য শিহাব,জেলা ছাত্রদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাকিম এবং কলেজ ছাত্রদল নেতা মিঠুসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *