সর্বশেষ
15 Nov 2025, Sat

অভিজিৎ রায় লিংকন

সৃষ্টিতে সবি
থাকে নাকো
সুখে।

হয়তো ঘরে
বাহিরে আছে
অসুখে।

আবার হয়তো
গভীর, কষ্ট
হারিয়ে।

কিংবা শূন্যতায়,
যাচ্ছে সময়
বাড়িতে।

আবার সুখের
জন্য পাড়ি
প্রবাসে।

হয়তো এখন
শূন্যতা, কোন
দূর্ঘটনায়।

 উড়ে যাবে
   কষ্ট, সময়ে
      কোনক্ষণে।

 চোখে ধরবে
    যার চাওয়া 
         যেমন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *