
মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ
কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর আবারও শুরু হল নেত্রকোনা’র মদন উপজেলায় চাঁনগাও ইউনিয়নের সেই ওয়ার খালের খননের কাজ।
জানা যায়,উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামানের হস্তক্ষেপে বিরোধী দুই পক্ষের উপস্থিতিতে সার্ভেয়ারের মাধ্যমে খালের সীমানা নির্ধারণ করে খালের খননের কাজ শুরু হয়েছে আবারও।
এবিষয়ে চাঁনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম ও বিএনপির সাবেক পৌর সদস্য সচিব এনামুল হক জানান,ওয়ার খাল খননের বিষয়ে আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এখন তার সমাধান হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের উপস্থিতিতে সার্ভিয়ার পাঠিয়ে খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে আবারও খালের খনন কাজ শুরু করা হয়েছে।
