
ডেস্ক রিপোর্টঃ
২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় উপজেলা ওয়ারী ১ম ও ২য় কিস্তির বরাদ্দকৃত নগদ অর্থের প্রকল্পের ২টি ও প্রায় ৩৬০ ফুট ইটের সলিং রাস্তা (এইচ.বি.বি.) নির্মাণের কাজ সম্পন্ন করলেন নেত্রকোণা’র আটপাড়া উপজেলার ১ নং স্বরমুশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃচন্দন মিয়া এবং নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।এলাকায় ২০/২৫ জনের সাথে কথা বললে তারা জানান, চন্দন মেম্বার উদ্যমী লোক, আমাদের সবসময় খোঁজ খবর নেন। এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তারা আরো বলেন, নির্ধারিত সময়ের আগেই নিজ খরচেই তিনটি রাস্তার কাজ সম্পন্ন করেন। স্বরমুশিয়া ইউনিয়নের অনেক মেম্বার অর্ধেক বিল উত্তোলন করলেও অন্যান্য মেম্বারগণ কাজই শুরু করেনি।
চন্দন মেম্বারের ৬ নং ওয়ার্ডের টিআর’র প্রকল্পগুলো হল ১,১৫,০০০/-টাকায় আইমা লঞ্চঘাট হইতে ইন্দ্রনাহার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ,অন্য রাস্তাটি হলো ১,১৫,০০০/- টাকায় আরাগাঁও পুরাতন জামে মসজিদ হইতে আরাগাঁও তালুকদার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত এবং আরাগাঁও টু স্বরমুশিয়া পথে কেয়ার এর রাস্তা থেকে পুরাতন জামে মসজিদ পর্যন্ত প্রায় ৩৬০ ফুট ইটের সলিং( এইচ.বি.বি.) নির্মাণ।এ ব্যাপারে জানতে চাইলে চন্দন মেম্বার বলেন ,
আমাদের এখানে দেরিতে ফসল পাকাতে কাজের লোকের ঘাটতি আছে। বর্ষা মৌসুমের জন্য নির্ধারিত সময়ের আগেই তিনটি প্রকল্পের কাজ সম্পন্ন করতে পেরে ভালো লাগছে । এলাকাবাসীর সহযোগিতায়
ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবো বলে আমি আশাবাদী ।
আটপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআঃ মোমিন জানান, ইতিমধ্যে
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা চন্দন মেম্বারের প্রকল্প পরিদর্শন করেছেন এবং তা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করায় আমরা খুশী।
