
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন ও ৬ দফার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার(২০/০৪/২০২৫) ঘণ্টা ব্যাপী শতাধিক শিক্ষক -শিক্ষিকার অংশগ্রহণে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করে নেত্রকোণা জেলা শাখার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ শামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব মোঃ আনিছুল হক, জেলার সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক , সম্পাদক আঃ হান্নান, অর্থ সম্পাদক জহির উদ্দিন,সংগঠনের পূর্বধলা উপজেলার সভাপতি মোঃ আবুল হালিম,দুর্গাপুর উপজেলা সভাপতি সাইদুর রহমান,শিক্ষক নেতা কবির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ শামসুল আলম বলেন,৩৯ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা পেশায় বৈষম্যের শিকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকাদের গত ১৯/০১/২০২৫ থেকে ২৮/০১/২০২৫ তারিখ পর্যন্ত আন্দোলনরত অবস্থায় সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি পূরণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু তা অদ্যাবধি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক-শিক্ষিকাগণ হতাশ। আমরা আশা করি, এই মানবেতর জীবন-যাপন থেকে পরিত্রাণের জন্য সকল রেজিস্ট্রেশনকৃত ইবতেদায়ী শিক্ষা মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের মাধ্যমে আমাদের দু্ঃখ কষ্ট ঘোচাবে।
বক্তারা আরো বলেন, আগামী ১২ মে ২০২৫ তারিখের পূর্বেই সরকার কর্তৃক ঘোষিত দাবি বাস্তবায়ন না হলে দেশের সকল জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আগামি ১৩ মে ২০২৫ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
