সর্বশেষ
15 Nov 2025, Sat

দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরে ইজিপিপি প্রকল্পের শ্রমিক বাছাইয়ের চূড়ান্ত তালিকা প্রকাশঃ

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণায় দুর্গাপুর উপজেলার ৬নং কাকৈরগড়া ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরে ইজিপিপি প্রকল্পের (৪০ দিনের কর্মসূচি) শ্রমিক বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭/০৪/২০২৫) বিকালে কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক বিজন কান্তি ধর,ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বারবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত প্রকল্প বাস্তবায়ন হলে কাকৈরগড়া ইউনিয়নের গ্রামের অনেক রাস্তাঘাট মেরামত হবে এবং গ্রামের অবকাঠামো উন্নয়ন সহ নিম্ন আয়ের নারী-পুরুষের আয়ের পথ কিছুটা হলেও সুগম হবে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসক বিজন কান্তি ধর জানান,আমি প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরপরই কিছু প্রকল্প হাতে নিয়েছি।আমি আশা করছি সকল ইউপি মেম্বার,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নবাসীর সহযোগিতায় কাকৈরগড়া ইউনিয়নের অবকাঠামো ও জনগণের উন্নয়নে অবদান রাখতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *