
সৈয়দ সময়
রাজপথ রাজস্বাক্ষী হয়ে বললো,
এ পথগুলো কে রক্তের নদী মনে হয়
কতশত কান্নার জল মিশে হলো নদী ।
একজন নারী বললেন ,থামো
শিশুটি হাঁটছে মাঠের খুঁজে
নির্মল নিঃশ্বাস নিতে খুঁজছে অরণ্য !
মুখের ভাষা কেড়ে নিয়ে তুলেছিলো যাত্রী
এই পথ হবে লাল সবুজের মুক্তির
আলোর পথিক বললেন ,কবিতা’র
অক্ষরের মতোন জ্বালাও ট্রাফিক বাতি।
