সর্বশেষ
15 Nov 2025, Sat

২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীন অবকাঠামোয় খালিয়াজুড়ীর পাটাবিল থেকে শাপলাবিল পর্যন্ত রাস্তাটি শতভাগ নির্মাণ সম্পন্ন,প্রশংসায় ভাসছেন মেম্বার অমর চৌধুরী

ডেস্ক রিপোর্টঃ

হাওরের আবাদি ধানি ফসল ঘরে তুলতে ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে পাটাবিল থেকে শাপলাবিল পর্যন্ত ৮০০ মিটার রাস্তা শতভাগ নির্মাণ করায় নেত্রকোণার খালিয়াজুড়ী উপজেলায় ৪ নং আদমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রিয় ওয়ার্ড মেম্বার অমর চৌধুরী এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে মেম্বার অমর চৌধুরী বলেন, ১ লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে পাটাবিল টু শাপলাবিল পর্যন্ত ৮০০ মিটার রাস্তাটি নির্মাণ করেছি। হাওড় অঞ্চলের মানুষের একমাত্র আয়ের উৎস কৃষিকাজ ও মৎস্য।সারা বছরের খরচের অবলম্বন আবাদি জমির উৎপাদিত ধান যাতে রক্ষা করে ঘরে তুলতে পারে সেই জন্য সরকারি নির্দেশনা মোতাবেক মূল সড়ক থেকে পাটাবিল টু শাপলাবিল পর্যন্ত ৮০০ মিটার রাস্তা যথাসময়ে নির্মাণ কাজ শেষ করেছি, কৃষক যাতে পাকাধান ঘরে তুলতে পারে । জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এলাকাবাসী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।এই এলাকার প্রায় অর্ধ শতাধিক মানুষের সাথে কথা বললে তারা জানান,রাস্তাটি সম্পন্ন করায় মেম্বার অমর চৌধুরীর সেবামূলক কর্মকান্ডে আমরা
খুশী। আশা করছি যথাসময়ে কষ্টার্জিত সোনার ফসল ঘরে তুলতে পারবো।
এইরকম সেবামূলক কর্মকান্ড ও এলাকার উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন মেম্বার অমর চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *