সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোণায় রাতের আঁধারে ফসলি জমিতে বিএডিসি’র সেচের কল ভাংচুর , অকেজো ও লুটপাট করেছে দুর্বৃত্তরা, ফসল রক্ষায় ব্যাঘাত

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণায় ধানি জমিতে রাতের আঁধারে বিএডিসি’র সেচের কল ভাংচুর, অকেজো ও লুটপাট করেছে দুর্বৃত্তরা,এতে ফসল রক্ষায় মারাত্মকভাবে ব্যাঘাত ঘটেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামে ।এই ব্যাপারে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন টেংগা গ্রামের
মৃত মহিম উদ্দিনের ছেলে মোঃ সোহাগ মিয়া ।
চলতি ফসল যাতে ঘরে তুলতে না পারে , মাঠের স্ক্রীম ও কৃষকের ক্ষতি করতে এমন জঘন্য কাজ করছে বলে অভিমত অভিযোগকারী মোঃ সোহাগ মিয়ার । এই প্রতিবেদকের কাছে ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করে সোহাগ মিয়া বলেন , বিএডিসি’র লাইসেন্সকৃতভাবে বেশ কয়েক বছর ধরে টেংগা উত্তর পাড়া এলাকায়
ধানি ফসলি জমিতে সেচের পানি সেবা প্রদান করে আসছি । পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত সুধীর চন্দ্র সরকারের ছেলে
শ্রী সুকুমার সরকার এলাকার কিছু সংখ্যক কুচক্রী মহলের যোগসাজশে গত ২৮/০৩/২৫ ইং তারিখে কাক ডাকা ভোরে এই জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে , এতে করে সেচের কলের প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে । আরো ক্ষতি হতে চলেছে কৃষকের লক্ষ লক্ষ টাকা।পানির অভাবে ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। কিছু জমিন পুড়ে লাল রঙ ধারণ করে ফসল বিনষ্ট হয়ে গেছে । তার স্ক্রীমের ৩৫ ফুট দূরত্বে সুকুমার সরকার অবৈধভাবে একটি সেলু মেশিন বসিয়েছে । সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।
এলাকার মজিবুর রহমান,বাসার , রফিকুল ইসলাম , রফিক মিয়া সহ অর্ধ শতাধিক মানুষের সাথে কথা বলে জানা যায় , ফসিলের
ক্ষতি করবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, পাশাপাশি সেচকল সচল করে ক্ষতিপূরণ দিয়ে সেচ প্রকল্প টি চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।তারা দুর্বৃত্তকারীদের বিচারও দাবি করেছেন।
ভুক্তভোগী সোহাগ মিয়া আরো জানান, ফসলখেকুরা সেচের কলঘরের দরজা ভেঙে ফেলে, মেশিনের কন্ট্রোলবক্স ,কাটাউট , তার, ক্যাপামিটারসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে যায় । এমনকি গভীর নলকূপের পাইপ ভেঙে ফেলে এবং পাইপের ভেতরে ইটের টুকরা ,বালি , গাছের ডাল ও বাঁশের খুঁটি ঢুকিয়ে রেখেছে। আমি এই ঘটনার তদন্তসাপেক্ষে সুবিচার চাই । এবং ফসল ঘরে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।এ ব্যাপারে অভিযুক্ত সুকুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে,এই বিষয়ে আমার সংশ্লিষ্টতার কোন প্রশ্নই আসে না,তবে আমিও চাই প্রকৃত দোষী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হোক এবং ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *