সর্বশেষ
15 Nov 2025, Sat


রঞ্জনা বিশ্বাস

হায় দরদী!
অতল চোখের চাউনি দিয়ে আর ডেক না,
ভেতর আমার ওলটপালট তুমুল রকম
ঝড় উঠেছে।
বাইরে তবু শান্ত যেন
একটু আঁচড়–তাও পড়েনি।
মন ভোলানো দুচার কথার বৃষ্টি টুকু
ফোঁটায় ফোঁটায় ঝরার আগেই
আমার মাটি আর ভেজেনা;
তুমি তখন অন্য স্রোতের সুরেই মাতাল।

হায় দরদী!
জ্বরের ঘোরে কাঁপছি যখন ভীষণ রকম,
পৌষ আমার শরীর জুড়ে কলম বোলায়—
একটু তাপের আশায় আমি পূব উঠোনে
মাদুর বিছাই।
বেইমানি রোদ তোমার মতোই
অন্য ছাদে আটকে থাকে!
হলুদ পাতার মধ্য যামে
কেউ আসে না, হায় দরদী!
দিচ্ছি কথা, ফাগুন দিনে আর যাব না——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *