ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে শনিবার(২২ মার্চ)এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত
সংবাদ সম্মেলনে বিসিডিএস নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ জনগণ ও ঔষধ ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে।এ ধরনের প্রতারণার ফলে ঔষধ ব্যবসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিসিডিএস নেতারা জানান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দেশের সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন। এই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া এর নাম ও লোগো ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।অথচ কতিপয় ব্যবসায়ীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের যে দাওয়াত কার্ড ব্যবহার করা হয়েছে সেখানে অবৈধভাবে সমিতির নাম ও লোগো ব্যবহার করা হয়েছে,যা সংগঠনের নিয়ম বহির্ভূত।
সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়,যারা বেআইনিভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে ঔষধ ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিসিডিএস-এর সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায়(রিন্টু),মোঃ কাইয়ুম খান (উত্থান), আলোক সরকার, প্রণব রায় (রাজু),আবুল হাসনাত মোঃ ফারুক(লিটন) সহ জেলা শাখার নেতৃবৃন্দ। তারা জানান, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

