আবদুর রাজ্জাক
এখন খুব একটা কিছু বলি না
কোন এক কালে খুব গল্প করতাম
স্বপ্ন দেখতাম!
স্বপ্নটা এখনও দেখি। গল্পটা করি কম।
একবার টাঙ্গাইল যেতে যেতে
মধুপুর এসে নেমে গেছি!
সারি সারি আনারসের কী দৃশ্য!
আনারস খাই না তেমন, তবুও দৃশ্য দেখি!
দৃশ্য দেখে দেখে এক যুবকের গল্প শুনি;
সে আমাকে পরম মমতায় আত্মীয় করে নেয়।
গল্পটা করি কম। স্বপ্নের গল্পটা এখনও আছে,
এখনও কী মধুপুর এমনই আছে!
এখনও কী গল্পের পরে আত্মীয় হয়ে যায় কেউ?

