সর্বশেষ
15 Nov 2025, Sat


অভিজিৎ রায় লিংকন

হেমন্ত হলো
চতুর্থ, আগমনে

পঞ্চম ঋতু।

হেমন্ত কিন্তুু
শীতের পূর্বাভাসে

পৌষ ও মাঘে।

সকাল বেলা
কুয়াশা ঢাকা,দূরে

সূর্যের উকি।

শীতের ভোরে
শিশির বিন্দু দৃশ্য

পাতা ও ফুলে।

ঠান্ডা বাতাসে,
দলবদ্ধ জীবন।

বহ্নি তাপানো –

নতুন ধান,
ঢেঁকি ঢুকুুর শব্দে

মন উতলা।

খেজুর রসে
নব্বান্ন আয়োজনে,

পিঠা পায়েস।

জাবর কাটা
ক্ষ্যাপা, পালাবি যে

চলছে একা।

আছে নিজের
মনে, করে নিয়ে যে

নাও এ মনে।

মিষ্টি খাওয়া
আমাকে,পথ খুজে

তাহলেই পাবে।

আমি তো তুমি
না, বুঝবে সেদিন

আসবে কবে

সিরিয়াস যে
একটা,জীবনের
কথা তোমাতে।

By nazmul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *