সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোনায় পালিত হচ্ছে ৭১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ

ডেক্স রিপোর্টঃ

নেত্রকোনায় দীর্ঘ ৭১’র বছর যাবৎ বিশ্ব শান্তিকল্পে ৩২ প্রহরব্যাপী সার্বজনীন শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ  পালন করে আসছে। নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ২নং চাকুয়া ইউনিয়নে চাকুয়া সাহাপাড়া হরি মন্দির প্রাঙ্গণে প্রতি বছর এই মহাযজ্ঞ হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় । হৃষিকেশ রায়ের সভাপতিত্বে  বাবুল রায়ের সঞ্চালনায়, গত পহেলা মার্চ শনিবার শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠান (৫) পাঁচই মার্চ বুধবার পর্যন্ত চলবে।দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে উঠেছে চাকুয়া সাহাপাড়া হরিমন্দির প্রাঙ্গণ। দীর্ঘ ৭১ বছর পূর্বে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হয়েছিলো এই সাহাপাড়া হরি মন্দির।প্রতি বছর দর্শনার্থী ও ভক্তদের কাছ থেকে প্রশংসীত হোন মন্দিরের আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা প্রতিবছরের ন্যায় প্রশাসন ও সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হবে।

ধর্ম যার যার উৎসব সবার, তাঁর বাস্তব প্রতিফলন ঘটেছে চাকুয়া সাহাপাড়া হরি মন্দির প্রাঙ্গণে। 

দর্শনার্থী ও ভক্তদের সাথে কথা বললে, তারা জানায়,সাহাপাড়া হরি মন্দির চাকুয়া বাসীর প্রাণের স্পন্দন। প্রতি বছর এই সময় বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও ভক্তদের আগমন ঘটে, যা এক অন্য রকম অনুভূতির সৃষ্টি করে।

By nazmul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *