ঝিরিঝিরি ঢেউ তুলে বয়ে যায় মগড়া,
সোনালি রোদ্দুরে ঝলমল আখড়া।
তীর ঘেঁষে দোল খায় কাশফুলের দল,
বাতাসে বাজে সুর, রূপের হরদম।
কিশোরের কাঁধে মাছ ধরার জাল,
চরপাড়ের ঘাটে বধূর কলরব।
বিকেলের আলোয় নাও দোলে মৃদু,
মগড়ার ঢেউ গায় শ্রাবণের ছন্দ।
বর্ষায় রুদ্র, কখনো শান্ত,
শত জনমের গল্প গাঁথা।
এই নদী বয়ে নেয় গ্রামের প্রাণ,
আঁকড়ে রেখেছে ইতিহাসের গান।
ভোরের কুয়াশায় মেঘের মায়া,
পাখিদের ডাকে জাগে নদীয়া।
মগড়া, ও মগড়া, স্বপ্নের সুর,
তোমার বুকে বয় ইতিহাসের পুর।

