মোঃ নাজমুল ইসলাম

মায়াবী জাল বিছিয়ে যে রেখা এঁকেছো
সুদীর্ঘ কাল হেঁটে চলছি সেই রেখা ধরে।
পাহাড় নদী সমুদ্রের বিরামহীন এ যাত্রা
তবুও কাটেনা এই মায়াজাল।
রেখা পথটা বরই বন্ধুর
কখনো তিমির কখনো রোদ্দুর।
বেখেয়ালি পথিক আমি
হেটে চলি রেখাপথে আনমনে।
তুমার মায়াজাল আফিমের ন্যায়
আমাকে করেছে চির মাতাল।
লগ্নহীন ভগ্নহৃদয় নিয়ে
আমাকে ঘুরতে হবে চিরকাল।
আমি উদ্ভাসিত আমি খুশি
তুমার মায়াজালে মাতাল হয়ে আছি।
