অভিজিৎ রায় লিংকন
……………………….
ভালোবাসা তুমি কি মায়ের,
কোলে বসে খিচুঁড়ি খাওয়া।
নাকি বাবার শাসনের পর ,
স্কুলে, বাজারে বাবার হাত ধরে যাওয়া।

ভালোবাসা তুমি কি বড় ভাইয়ার
হাতে পিটুনি খাওয়া।
নাকি ভাইয়ার সাইকেলের,
পিছনের সিটে বসে ঘুরতে যাওয়া।
নাকি বড়বোনের কানমলা খেয়ে,
নরম গালে বোনের চুমু খাওয়া।
ভালোবাসা তুমি কি
কাকা,মামার কাঁধে চড়ে
বিকালে ঘুরতে যাওয়া।
ভালোবাসা তুমি কি
বন্ধুদের সাথে ঠান্ডা, ঘোরাঘুরি,
খেলা করা,লং ড্রাইভে যাওয়া,
গান গাওয়া প্রান খুলে।
ভালোবাসা তুমি কি,
তাকে দেখবো বলে।
রাস্তার মোড়ে তপ্ত রৌদ্রে,
দাঁড়িয়ে অপেক্ষা করা।
ভালোবাসা তুমি কি বৌয়ের
রান্না খাব বলে বসের,
ডিনার পার্টি থেকে পেট,
ব্যথা বলে পালিয়ে আসা।
ভালোবাসা তুমি কি শতকষ্ট যন্ত্রনা সহ্য করে, বাস,ট্রাক,নৌকার, ট্রেনের ছাদে বসে
উৎসবে যোগ দিতে,
মাতৃটানে বাড়ি ফেরা।
