সর্বশেষ
15 Nov 2025, Sat

সৈয়দ সময়

থেমে থেমে গেলে থামিয়ে চলছে বেশ
স্পর্শ করে চোখ মেলে তাকালেন তিনি
দাঁড়িয়ে গেলে ছন্দপতন
লন্ডভন্ড বাড়ি, বালিকার গল্প শুনে আমি ক্লান্ত
কি খুঁজছেন ,মায়া সুরে বললেন ভালোবাসা ।

ঝলসানো রোদ রাঙিয়ে শিশির ভূগোল
হেসে উঠলো
সেই হাসিই মায়া , বললে ভুল হবে না
সূর্যোদয় কিবা গোধূলি লাল তামাটে
রঙ মাখিয়ে দিলো পথগুলো ।

আমি বললাম ,নক্ষত্র হবো
আলো আঁধারের আমারের গহীনে ।

দিন অথবা রাত বুঝতে পারো
মায়া বুঝ না মন , অন্তর মানে মায়া তার
সবুজ পাতার মুকুট পড়ে
লালে লাল হয়ে গেছে আর।

আমি বললাম ,নক্ষত্র হবো
আলো আঁধারের আমারের গহীনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *