সৈয়দ সময়
থেমে থেমে গেলে থামিয়ে চলছে বেশ
স্পর্শ করে চোখ মেলে তাকালেন তিনি
দাঁড়িয়ে গেলে ছন্দপতন
লন্ডভন্ড বাড়ি, বালিকার গল্প শুনে আমি ক্লান্ত
কি খুঁজছেন ,মায়া সুরে বললেন ভালোবাসা ।
ঝলসানো রোদ রাঙিয়ে শিশির ভূগোল
হেসে উঠলো
সেই হাসিই মায়া , বললে ভুল হবে না
সূর্যোদয় কিবা গোধূলি লাল তামাটে
রঙ মাখিয়ে দিলো পথগুলো ।
আমি বললাম ,নক্ষত্র হবো
আলো আঁধারের আমারের গহীনে ।
দিন অথবা রাত বুঝতে পারো
মায়া বুঝ না মন , অন্তর মানে মায়া তার
সবুজ পাতার মুকুট পড়ে
লালে লাল হয়ে গেছে আর।
আমি বললাম ,নক্ষত্র হবো
আলো আঁধারের আমারের গহীনে ।

