
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর পাইকুড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজিত এক পথসভায় কুরুচিপূর্ণ ও মিথ্যাচারমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন।
বুধবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতারা অভিযোগ করেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞাসহ উপজেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি নেতাদের নিয়ে দেলোয়ার হোসেন ভুঞা দুলাল সাহেব উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা শ্রমিক সমাজকে অপমানিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক রোমান খান, উপজেলা অটো টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক গোলাম সারোয়ার খোকন, উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব মেহেদী হাসান আকন্দ (সুমন), পৌর চালক দলের আহ্বায়ক ভিকসান ও সদস্য সচিব আব্দুল করিম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অটো ও সিএনজি স্ট্যান্ডের দায়িত্বরত সিরিয়াল মাস্টারসহ শ্রমিক প্রতিনিধিরা। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
