সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ায় বিএনপির পথসভায় কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর পাইকুড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজিত এক পথসভায় কুরুচিপূর্ণ ও মিথ্যাচারমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন।

বুধবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতারা অভিযোগ করেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞাসহ উপজেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি নেতাদের নিয়ে দেলোয়ার হোসেন ভুঞা দুলাল সাহেব উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা শ্রমিক সমাজকে অপমানিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক রোমান খান, উপজেলা অটো টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক গোলাম সারোয়ার খোকন, উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব মেহেদী হাসান আকন্দ (সুমন), পৌর চালক দলের আহ্বায়ক ভিকসান ও সদস্য সচিব আব্দুল করিম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অটো ও সিএনজি স্ট্যান্ডের দায়িত্বরত সিরিয়াল মাস্টারসহ শ্রমিক প্রতিনিধিরা। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *