সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ার চিটুয়া গ্রামে পূর্বপুরুষের ভোগদখলকৃত জায়গা দখলের পাঁয়তারা,আতঙ্কে ভুক্তভোগী পরিবার

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া গ্রামে পূর্বপুরুষের ভোগদখলকৃত জায়গা জোর করে দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী কুদ্দুস আলী কুদরত,সোহেল মিয়া ও সোনা মিয়ার পরিবার।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা পৈতৃক সূত্রে পাওয়া ২৬ শতাংশ জায়গা বিআরএস ও খারিজ অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।কিন্তু কয়েক বছর ধরে দূরসম্পর্কের আত্মীয় মো.মোস্তফা মিয়া, নিসলাম উদ্দিন,রুকন মিয়া,খোকন মিয়া ও কাসেম মিয়া হঠাৎ দাবি করছেন যে জায়গাটি তাদের পূর্বপুরুষের, এবং সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, সাম্প্রতিক কয়েক দিন ধরে তারা তাদের জায়গাতে বাঁশ কাটতে গেলে অভিযুক্তরা বাধা দেয়, প্রাণনাশের হুমকি দেয় এবং বিভিন্ন সময়ে কটূক্তি ও উসকানিমূলক কথাবার্তা বলে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এবং গত ২২ই নভেম্বর অভিযুক্তরা ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে তাদের মারধর করে ও বিবাদমান জায়গা থেকে লক্ষাধিক টাকার গাছ ও বাঁশ লুট করে নিয়ে যায়।এনিয়ে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী কুদ্দুস আলী কুদরত বলেন, “আমরা ওয়ারিশসূত্রে জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। কিন্তু অভিযুক্তরা হঠাৎ জায়গাটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছে। এতে আমরা পুরো পরিবার আতঙ্কে আছি। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানাই।”

অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়,জায়গাটি তাদের পূর্বপুরুষের এবং তারা এর আইনি মালিক। তাদের দাবি, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ—অভিযুক্তরা জায়গার কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন।

এ ঘটনায় দ্রুত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *