সর্বশেষ
16 Dec 2025, Tue

আটপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

আটপাড়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।তোপধ্বনির মধ্য দিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন,সরকারি আধা-সরকারী অফিস,এনজিও,শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,থানা পুলিশ, আনসার ভিডিপি,গ্রাম পুলিশ সহ বিভিন্ন সংগঠন ও আপামর জনসাধারণের পক্ষ হতে পুস্পস্তবক অর্পন করা হয়।এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *