সর্বশেষ
16 Dec 2025, Tue

কেন্দুয়ায় রাষ্ট্রীয় কর্মসূচিতে ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন

মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া(নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন,শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া উপজেলার সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশ–জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন,নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *